বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৭৬৬ বোতল ফেন্সিডিলসহ ও দেশীয় অস্ত্র উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের আশকরপুর ইউনিয়েনের তাজপুর গ্রামের মন্ডল পাড়া ও এর পার্শ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করে ৭৬৬ বোতল ফেন্সিডিল ও ১ টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধর করেছে র‌্যাব।

শনিবার দুপুরে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর র‌্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল এসব উদ্ধার করে।

দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন রামসাগর এলাকার একটি মাদক ব্যবসায়ী চক্র দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত ছিল বলে র‌্যাব জানায়।

র‌্যাব জানায়, গোয়েন্দা সূত্রে প্রাপ্ত সংবাদের সত্যতা নিশ্চিত করে শনিবার সকাল হতে র‌্যাব-১৩ এর অধীনস্থ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, একটি গোয়েন্দা ও একটি অভিযানিক দল উক্ত এলাকায় অবস্থান গ্রহন করে। গোয়েন্দা তথ্যের ভিত্তেত্বে উক্ত অভিযানিক দল দুপুর ১১:৪৫ ঘটিকার সময় আশকরপুর ইউনিয়েনের তাজপুর গ্রামের পশ্চিম পার্শ্ব হতে সিনিয়র এএসপি মোঃ আসলামউদ্দিন এর নেতৃত্বে একটি দল ও একই গ্রামের পূর্ব পার্শ্ব হতে এএসপি বদরুজ্জামান জিল্লু এর নেতৃত্বে অপর একটি দল মন্ডল পাড়া ও এর পার্শ্ববর্তী এলাকা ঘেরাও করে ব্যাপক তল্লাশী অভিযান পরিচালনা করে ৭৬৬ বোতল ফেন্সিডিল ও ১ টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করে। উপরোক্ত ঘটনার ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।

Spread the love