শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে আমনের বাম্পার ফলন কৃষকের ঘরে নবান্ন উৎসবের আমেজ

শাহ আলম শাহী : উত্তর জনপদের শষ্য ভান্ডার দিনাজপুরে চলছে আমন ধান কাটা মা্ড়াইয়ের উৎসব। ফসল ঘরে তোলার আগ মূহুর্তে ক্ষেতে পোকার আক্রমন দেখা দিলেও কৃষক তা কাটিয়ে তুলতে সক্ষম হয়েছে। ফলে তারা পেয়েছে আমনের বাম্পার ফলন। কৃষক-কিষাণীর মুখে ফুটেছে হাসি। চলছে, তাদের ঘরে ঘরে নবান্ন উৎসবের আমেজ। তবে ধানের ন্যায্য মূল্য না পাওয়ার আশাহত হচ্ছেন কৃষক।

কৃষক-ুকষাণী ধান কাটছেন, বাহুকায় বেঁধে, কাঁধে চেপে নিয়ে যাচ্ছেন উঠোনে। সমান তালে চলছে,আমন ধান মাড়া ও ঝাড়ার উৎসব। প্রতিনিয়ত চোখে পড়ছে এমন দৃশ্য এখন দিনাজপুরের দিগমত্ম জুড়ে।

 

দিনাজপুরে এবার ২লাখ ৪৯ হাজার ৭১৩ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হলেও চাষ হয়েছে আরো বেশী জমিতে। কিন্তু ফসল ঘরে তোলার আগমুহূর্তে আমন ক্ষেতে দেখা দেয় পোকার আক্রমণ। এতে দেখা দেয় ফলন বিপর্যয়ের আশংকা। তবে কৃষি বিভাগের সহায়তা ও পরামর্শে এ বিপর্যয় কাটিয়ে তুলতে সক্ষম হয়েছে কৃষক।

 

ইতোমধ্যে জেলার হাট-বাজারগুলোতে নতুন ধান উঠা শুরু করেছে। শনিবার প্রতি মন ধান ৭’শত টাকা দরে বিক্রয় করেছেন এমনটি জানালেন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার নওগাঁ গ্রামের কৃষক মোঃ কামরুল হাসান।

 

তবে উৎপাদন আশাতীত হলেও ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার আশংকা প্রকাশ করেছেন একই উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র গ্রামের বর্গাচাষী মোঃ শাহজাহান সিরাজ বুলবুল। তিনি জানান, ১ বিঘা জমি আবাদ করতে সার, বীজ, কীটনাশক এবং বিদ্যুত, কৃষি উপকরণসহ অন্যান্য খরচ পড়ে ৭হাজার টাকা। বিঘা প্রতি জমির মালিককে দিতে হয় ৬হাজার টাকা। সর্বমোট খরচ পড়ে ১৩হাজার টাকা।

প্রতিবিঘা জমিতে ধানের ফলন হয়েছে ২০মন। ৭শত টাকা মন দরে বিঘা প্রতি ধানের মূল্য ১৪হাজার টাকা। খরচ হয়েছে ১৩হাজার টাকা। বর্তমান বাজার মূল্যে ধান বিক্রি করে আমাদের কিছুই থাকে না। একই কথা জানালেন বোচাগঞ্জ উপজেলার মাহেরপুর এলাকার কৃষক হাবিবুর রহমান।

 

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম জানায়, এবার আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২লাখ ৪৯হাজার ৭১৩ হেক্টর। কিন্তু আবাদ হয়েছে ২লাখ ৫১হাজার ২৫ হেক্টও জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ৬লাখ ৬৪ হাজার ২ মেট্রিক টন। আবাদ যেহেতু বেশী হয়েছে তাই উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। আর কারেন্ট পোকায় ক্ষতি করলেও তার পরিমান কম এবং এটা ফলনে তেমন প্রভাব ফেলবে না। আমনের হেক্টর প্রতি যেখানে ফলনের লক্ষ্যমাত্রা ছিলো ২ দশমিক ৩৮ মেট্রিক টন, সেখানে হেক্টর প্রতি ৩ মেট্রিক টনেরও বেশী ফলন পাওয়া যাচ্ছে। এবার বাম্পার ফলন পাওয়া যাবে আমনের।

খরা এবং পোকার ধকল কাটিয়ে তুলে দিনাজপুরের কৃষকরা এবার আমনের বাম্পার ফলন পেয়েছেন। তাদের মুখে ফুটেছে হাসি এবং তাদের ঘরে ঘরে বইছে নবন্ন উৎবের আমেজ। ধানের ন্যায্য মুল্য পেলে কৃষকের হাসি অম্লান থাকবে এমনটাই প্রত্যাশা করেছেন কৃষিবিদরা।

Spread the love