শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে আমন ক্ষেতে ব্যাপক পোকার কৃষি কর্মকর্তাদের ঘুম হারাম

শাহ্ আলম শাহী,দিনাজপুর থেকেঃ‘‘দিনাজপুরে আমন ক্ষেতে ব্যাপক পোকার আক্রমন’’ এ রিপোর্ট চ্যানেল আই’সহ কয়েকটি অনলাইনে প্রচারের পর কৃষি সেক্টরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। যে কোন ছুটি,সভা,সেমিনার বন্ধ করে দিয়ে মাঠে মাঠে ঘুরছে কৃষি কর্মকর্তারা। কৃষি কর্মকর্তাদের নাওয়া-খাওয়া আর ঘুম হারাম হয়ে গেছে। কৃষি কর্মকর্তারা নিজেরাই স্প্রে মেশিন ক্রয় করে ক্ষেতে কীটনাশক প্রয়োগের জন্য বাদামী গাছ ফড়িং ও কারেন্ট পোকার উপদ্রব এলাকায় যাচ্ছে।

চ্যানের আই’সহ অনলাইন বীরগঞ্জ প্রতিদিন পত্রিকায় প্রচারিত হয় ‘‘দিনাজপুরে আমন ক্ষেতে ব্যাপক পোকার আক্রমন’’ এর রিপোর্ট। এতে ব্যাপক তোলপাড় শুরু হয় কৃষি সেক্টরে । এর পর যে কোন ছুটি,সভা,সেমিনার বন্ধ করে দিয়ে কৃষি কর্মকর্তারা ঘুরছে এখন মাঠে মাঠে । বীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোস্তাফিজুর রহমান জানান,মন্ত্রণালয়ের নির্দেশে আমরা মাঠে মাঠে ঘুরছি। কৃষকের দ্বারপ্রান্তে পৌছে,এই পোকা দমনে সহযোগিতা ও পরামর্শ অব্যাহত রেখেছি। পোকা এখন এ অঞ্চলে নেই বললেই চলে।

কৃষি কর্মকর্তারা নিজেরাই স্প্রে মেশিন ক্রয় করে ক্ষেতে কীটনাশক প্রয়োগের জন্য বাদামী গাছ ফড়িং ও কারেন্ট পোকার উপদ্রব এলাকায় যাচ্ছেন। দিচ্ছেন,প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা। এতে কিছু এলাকায় পোকার উপদ্রব কমেছে।

তবে জেলার অনেক স্থানে এখনও রয়েছে আমন ক্ষেতে পোকার ব্যাপক উপদ্রপ। বাদামী গাছ ফড়িং, কারেন্ট পোকার আক্রমনে শুকিয়ে খড়ে পরিনত হয়েছে উঠতি ফসলের বিসত্মীর্ন আমন ক্ষেত। আমন ক্ষেত রক্ষায় কীটনাশক প্রয়োগ করেও কাজ হচ্ছে না তাতে। এমন অভিযোগ কৃষকের। বেশ কিছু এলাকায় উঠতি আমন ফসলের ক্ষেতে কারেন্ট পোকা বা বাদামি গাছ ফড়িং পোকার আক্রোমনে বিঘার পর বিঘা ফসল বিনষ্ট হয়েছে।আমন ক্ষেত রক্ষায় বার বার কীটনাশক প্রয়োগ করেও কাজ হচ্ছে না তাতে। আর এই কীটনাশক কিনতে বাড়তি খরচ করতে হচ্ছে তাদের। কিন্তু তারপরও পোকার আক্রমন থেকে রেহাই না পাওয়ায় আমন ফসল ঘরে তুলতে পাছেন না অনেক কৃষক। খানপুর এলাকার কৃষক মফিজুল জানালেন,হঠাৎ সকালে দেখে তার আমন ক্ষেত বিবর্ণ আকার ধারণ করেছে। কাছে ধানের গাছে দেখে ক্ষুদ্র ক্ষুদ্র হাজার হাজার পোকার আক্রোমন। কৃষক হামিদুল জানানে, তিনি ৫ প্রকারের কীটনাশক তার ক্ষেতে প্রয়োগ করেছেন। কিন্তু ফল পাননি তাতে। তার আমন ক্ষেত এখন শুকিয়ে খড় হয়েছে। পাকার আক্রোমনে আমন ফসল হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া কৃষকদের জন্য ফসলী বীমা চালু ও ক্ষতিপূরণের দাবী জানিয়েছেন,স্থানীয় জনপ্রতিনিধিরা। এ ব্যাপারে আস্করপুর ইউপি সদস্য জিয়উর রহমান জিয়া জানান,আমার সীমান্ত এলাকার অনেক কৃষক আমন ধান হারিয়ে এখন নিঃস্ব। আহাজারি করছেন তারা। বিশেষ করে বর্গাচাষীরা পড়েছেন,চরম বিপাকে। কিভাবে তারা জমির মাহাজনকে ধান দিয়ে পোশাবে। তাই কৃষকদের জন্য ফসলী বীমা চালু ও ক্ষতিপূরণের দাবী সকলের।

দিনাজপুর কুষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হান্নান জানিয়েছেন, ক্ষেতে পোকার আক্রমনে কৃষি কর্মকর্তাদের নাওয়া-খাওয়া আর ঘুম হারাম হয়ে গেছে।যে কোন ছুটি,সভা,সেমিনার বন্ধ করে দিয়ে মাঠে মাঠে ঘুরছে কৃষি কর্মকর্তারা।কৃষি কর্মকর্তারা নিজেরাই ক্ষেতে গিয়ে পোকার উপস্থিতি পর্যবেক্ষণ করছেন।এই পোকার আক্রমন থেকে আমন ক্ষেত রক্ষায় মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন।

কৃষি কর্মকর্তাদের এ তৎপরতা অব্যাহত থাকলে,ক্ষতিকর পোকা দমন করে আমন ফসল ঘরে তুলতে পারবেন এমন প্রত্যাশা কৃষকের।

 

Spread the love