বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে আরএসআরএম’র স্টীল কনফারেন্স ও মতবিনিময়

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে আরএসআরএম’র স্টীর কনফারেন্স ও মতবিনিময়-২০১৪ গত সোমবার রাতে শহরের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আরএসআরএম’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী প্রতাব চন্দ্র, দিনাজপুর চেম্বার অব কমার্স’র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম, আরএসআরএম’র নির্বাহী পরিচালক জুলফিকার আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরএসআরএম’র জিএম শফিকুল ইসলাম আজাদ, দিনাজপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান চৌধুরী, রড সিমেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক ব্যস্থাপনায় ছিলেন আরএসআরএম’র সিনিয়র এক্সিকিউটিভ আসাদুজ্জামান যাদু। অনুষ্ঠানে প্রকৌশরী, ব্যাংকার, রড ও স্টীল ব্যবসায়ী, নির্মাণ মিস্ত্রিসহ বিভিন্ন শ্রেণিপেশার সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানে হয়।

অনুষ্ঠানে আরএসআরএম’র পন্য সামগ্রী বিক্রি করার জন্য বৃহত্তর দিনাজপুর জেলার সেরা কয়েকজনকে পুরষ্কার প্রদান করা হয়। পরে অনুষ্ঠানে আগত অতিথিদের সম্মানে এক নৈশ ভোজ অনুষ্ঠিত হয়।

 

Spread the love