দিনাজপুর প্রতিনিধি : ঘোড়াঘাটে আওয়ামী লীগ নেতা হুমায়ুন ক&&বরকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহ ভাজন ৯জনকে আটক করেছে পুলিশ। ভয়ে এ ঘটনার পর গ্রামের অনেকে বাড়ীঘর ছেড়ে পালিয়েছে।
গতকাল রবিবার বিকাল বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক হুমায়ুন ক&&বরের লাশ ময়না তদসত্ম শেষে পরিবারিক কবরে দাফন করা হয়েছে ।
ঘোড়াঘাট থানার ওসি ইমরম্নল কায়েজ ফরহাদ জানায় রাতেই একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে । এ ঘটনায় ৯জনকোটিক করা হয়েছে বলে জানায়।
উলেস্নখ্য, বুলাকীপুর ইউনিয়ন চেয়ারম্যান মোফাজ্জল হোসেন জানান, গত শনিবার দুপুর ৩টার দিকে এই উপজেলার বলগাড়ী বাজারের নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠন ধানের গদিঘরে ঢুকে দুর্বৃত্তরা এলোপাথারী ভাবে কুপিয়ে হত্যা করে।আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিসাধীন অবস্থায় তিনি ৫টার দিকে মারা যায় । তার মারা যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের কর্মীরা দিনাজপুর ঢাকা মহাসড়ক ৩ ঘন্টা অবরোধ করে রাখে ।