বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে আসামীসহ ইয়াবা ও মাদকদ্রব্য আটক

সুবল রায়, বিরলঃ গতকাল বুধবার দিনাজপুর জেলার সদর উপজেলাধীন যথাক্রমে রাণীগঞ্জ মোড়, দিনাজপুর সরকারী কলেজ মোড়, মেডিক্যাল কলেজ এলাকায় লম্বা পাড়া মোড় ও রামসাগর এলাকায় ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত পুলিশ এবং ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ০৫ জন (০২ জন মহিলা ও ০৩ জন পুরুষ) কে ১.৬০০ কেজি গাঁজা,   ১০ টি ইয়াবা ট্যাবলেট ও ০২ টি মোটর সাইকেল সহ আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ তমাল মাহমুদ কর্তৃক মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ৭ (২) ধারা মোতাবেক দোষী সাব্যস্থ করে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯ (১) টেবিলের ৭ (ক) ধারায় কৃত অপরাধের জন্য ধৃত আসামী মোছা আয়াতুন (৬০), মোছা পারভীন আক্তার (৩৭), মোঃ আখেরুজ্জামান (২৮), মোঃ সাগর (১৯) দিন, মুমিনুল ইসলাম (২৩ কে বিভিন্ন মেয়াদে (০১ থেকে ০২ মাস এর মধ্যে) সশ্রম কারাদন্ড প্রদান করেন।

Spread the love