শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ইউএনও পেটানোর মামলায় ৩ জন গ্রেফতার

Policeনবাবগঞ্জে ইউএনও এর উপর হামলা ও অফিস ভাংচুরের ঘটনায় ৩ দুস্কৃতিকারীকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে উক্ত ঘটনায় গত ২ দিনে ৫ জনকে গ্রেফতার করা হলো।
দিনাজপুরের নবাবগঞ্জ থানার অফিসাস ইনচার্জ আমিরুল ইসলাম জানান, গত বুধবার দুপুরে ৩৯ জন নৈশ্য প্রহরী কাম পিয়ন নিয়োগকে কেন্দ্র করে নবাবগঞ্জের ইউএনও সৈয়দ ফরহাদ হোসেন দুস্কৃতিকারীদের হাতে শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী হিসেবে পুলিশ আজ শুক্রবার ভোরে আশরাফুল ইসলাম (৪০), মোয়াজ্জেম হোসেন (৩৫) ও রুহুল আমিন (২৫)কে গ্রেফতার করেন। এই ঘটনায় গতকাল বৃহস্পতিবার এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ২ দুস্কৃতিকারী আব্দুল মান্নান ও আলমকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ কবির গত ২ দিনে গ্রেফতারকৃত ৫ জনকে দিনাজপুর সদর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ডে আবেদন করেন। বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট তৌহিদুল হক চৌধুরী আগামী ৮ অক্টোবর বুধবার রিমান্ড শুনানির দিন ধার্য করে আটক ৫ জনকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণের আদেশ দেন।

Spread the love