দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরে ইউএনডিপি-ইউপিপিআই’র আওতাধীন স্যানিটারী ল্যাট্রিন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উক্ত প্রকল্পের ৫টি স্যানিটারী ল্যাট্রিন শহরের দক্ষিণ বালুবাড়িস্থ বাস্ত্তয়ারা এলাকায় বাস্তবায়নের কাজ চলছে। অত্র এলাকার সুবিধাগ্রহিতা ৫জন মো. ইউনুস আলী, আব্দুস সোবহান, সুমন, নুরু ও শেখ আলি জানান, মাটির নীচে ১০ইঞ্চি গভীরতায় ভিত্তি থাকার কথা থাকলেও দেয়া হচ্ছে মাত্র ৩ ইঞ্চি। আর মাটির উপরে ১০ ইঞ্চি থাকার কথা থাকলেও দেয়া হচ্ছে মাত্র ৫ ইঞ্চি। এভাবে এই ল্যাট্রিন কতদিন টিকে থাকবে বলে হতাশা জানিয়ে অভিযোগ করেন তারা। তারা আরও জানান, অত্র এলাকার ইউএনডিপি্-ইউপিপিআই’র প্রতিনিধি রুমা ও সালমা’র নিকট এই অভিযোগগুলো করেও কোন ফলাফল আসেনি। এ ব্যাপারে অত্র এলাকার কাউন্সিলর ফয়সল হাবিব সুমন জানান, ইউএনডিপি-ইউপিপিআই পৌরসভার কাউন্সিলরদের কোনরকম তথ্য দেন না তাদের প্রকল্প সম্বন্ধে। এজন্য তারা জনগণের জন্য কিছু করতে পারছেনা এ ব্যাপারে। যদি প্রকল্পগুলোর মনিটরিং দায়িত্ব তারা পেত, তাহলে কাজের গতি ও মান ভালো হতো বলে তিনি জানান।