
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরে ইউনাইটেট কো-অপারেটিভ সোসাইটি লি. এর ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সোসাইটির ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনছারুল হক’র সভাপতিত্বে বিগত মাসিক সভার কার্যবিবরণী পাঠ করেন সেক্রেটারী এ্যাড. আব্দুর রহমান। ১৮তম বার্ষিক সাধারণ সভার ব্যবস্থাপনা কমিটির প্রতিবেদন পাঠ করেন ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হক। পর্যবেক্ষণ কমিটির প্রতিবেদন পাঠ করেন পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মো. গোলাম রববানী। প্রতিবেদন পাঠ শেষে উপস্থিত সকল সাধারণ সদস্যবৃন্দের অনুমতিক্রমে ২০১৩-২০১৪ অর্থ বছরের বাজেট অনুমোদিত হয়। সর্বশেষে সদস্যদের নিয়ে আকর্ষণীয় র্যাফল ড্র অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সহিদুল ইসলাম মুকুল’র উপস্থাপনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন ঋণ উপকমিটির সদস্য মো. আমিনুজ্জামান।