
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি : সারাবিশ্বের ন্যায় দিনাজপুর জেলাতেও বিশ্ব হাতধোয়া দিবস পালিত হয়েছে। ১৫ অক্টোবর বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভেলপমেন্ট (ইএসডিও) এর উদ্যোগে দিনাজপুর শহরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রোগ্রাম ওসাপ বাংলাদেশ এর অর্থায়নে ইএসডিও’র বাস্তবায়নে র্যালী ও আলোচনা সভায় অংশ নেন প্রোজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আইউব হোসেন, জেলা হাইজিন অফিসার মোঃ বাদল চন্দ্র রায়, মোঃ শরীফ আহমেদ শাহ্, মনিটরিং অফিসার মোঃ হাসিবুল আলম, জোনাল ম্যানেজার এসএম আব্দুল খালেক, শাখা ব্যবস্থাপক এম এ মতিন সাঈদীসহ ইএসডিও’র কর্মীবৃন্দ। সকাল ৯টায় দিনাজপুর ইন্সটিটিউট প্রাঙ্গণ থেকে র্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের চত্বরে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।