দিনাজপুরে ইসবগুলের ভুষির বিষক্রিয়া শরবত খেয়ে দিলারা জাহান নামক (৫৯) এক মহিলা মারা গেছে। একই শরবত খাওয়ায় আরো দুই মহিলা কে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
মঙ্গলবার দুপুর ২ টার দিকে বাড়ী ইসবগুলের ভুষির বিষক্রিয়া যুক্ত শরবত খাওয়ায় বুকের জ্বালা শুরু হয়। দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা দেন। নিহত দিলারা জাহান সদরের উত্তর কাঞ্চন কলোনীর জাবেদ আলীর স্ত্রী।
একই বাড়ীর ভাড়াটিয়া শাহজান আলীর স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও নসুর উদ্দীনের স্ত্রী ময়না বেগম (৩৮) ঐ শরবত খেলে তাদেরও বুকের জ্বাল শুরম্ন হয়। তাদের তিন জনকে একই সাথে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দিনাজপুর মেডিক্যাল কলেজের ডাক্তার রাফি আহমেদ জানান , দীর্ঘ দিন ধরে ইসবগুলের ভুষি দোকানে জমানো থাকায় বিষাক্ত হয়ে গেছে । ঐ সকল দ্রব্য খাওয়ায় শরীরে বিষক্রিয়া করায় এই দুর্ঘটনা ঘটেছে ।
দিনাজপুর সদর থানার ওসি আলতাফ হোসেন বিষয়টি জানার পর ঘটনা স্থলে পুলিশ প্রেরন করা হয়েছে । তদন্ত করে এর ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানিয়েছেন ।