শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ইসলামী ব্যাংকের আলোচনা ও ইফতার মাহফিল

দিনাজপুর প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দিনাজপুর শাখার উদ্যোগে ‘অর্থনৈতিক জীবনে তাকওয়া ও ইসলামী ব্যাংকিং’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ২২ জলাই মঙ্গলবার বিকেলে শহরের বালুবাড়ীস্থ বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ব্যাংকের এক্সিকউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জোন প্রধান মোঃ শহীদুলস্নাহ’র সভাপতিত্বে আলোচনা সভা ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও দিনাজপুর শাখা প্রধান মোঃ রুহুল আমিন। ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ সোলায়মান আলীর উপস্থাপনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মোঃ আজিজুল ইসলাম জুগলু। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সেতাবগঞ্জ ডিগ্রি কলেজের রাষ্ট বিজ্ঞানের প্রভাষক মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী। অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজার অপারেসন্স মোঃ সানারুল হক বসুনিয়া’র উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক মোঃ মোশাররফ হোসেন, একেএম মোজাহেরুল ইসলাম রঞ্জু প্রমূখ।

অনুষ্ঠানে ব্যাংকের রংপুর জোন প্রধান বলেন, ইসলামী ব্যাংকের কাজ শুধু মুনাফা অর্জন নয়। ইসলামী ব্যাংক মুনাফা অর্জনের পাশাপাশি সমাজের কল্যাণ সাধন করে। এই ব্যাংক দেশের ১৬ কোটি হাতকে কাজে লাগিয়ে ইসলামী অর্থ ব্যবস্থা গড়ে তুলে সমাজ থেকে দারিদ্র দূর করতে কাজ করছে। অনুষ্ঠানে ব্যাংকের বিনিয়োগ গ্রাহক, সাধারন গ্রাহক, ব্যবসায়ী, চিকিৎসক, শিক্ষক, আলেম, ইমাম-খতীব, ব্যাংকার, পেশাজীবী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।