দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর শহরের বিভিন্ন হাটবাজারে পেয়াজ আদা রসুন কাঁচা মরিচের বাজার এক মাসের মধ্যে কয়েক দফা বেড়েছে। অতিরিক্ত মূল্য বৃদ্ধির ফলে ক্রেতারা পড়েছেন বিপাকে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের পবিত্র ঈদে পেয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ কিনতে চরম বিপাকে পড়তে হচ্ছে।
গতকাল সোমবার দিনাজপুরে পেয়াজ প্রতি কেজি দেশী ১০০ টাকা, ইন্ডিয়ান ৯০ টাকা, রসুন ১১০ টাকা, আদা ১৬০-১৮০ টাকা, কাঁচা মরিচ ১১০-১২০ টাকা দরে বিক্রি করতে দেখা যায়। অথচ একমাস আগে দাম ছিল পেয়াজ প্রতি কেজি ৫০-৫৫ টাকা, রসুন ৬০-৭০ টাকা, আদা ১০০ টাকা, কাঁচা মরিচ ৪০-৫০ টাকা।
শহরের বাহাদুর বাজারের ব্যবসায়ী ফজলুর রহমান জানান, সরকারীভাবে যে পরিমান পণ্য আমদানী করার কথা সে পরিমান পণ্য দেশে পৌঁছেনি, ফলে দাম বেড়েছে। আমরা ছোট ব্যবসায়ী বগুড়া থেকে মালামাল ক্রয় করে জেলার বিভিন্ন হাটবাজারে সরবরাহ করি। অতিসত্ত্বর পবিত্র ঈদের আগেই সরকারীভাবে বাজার নিয়ন্ত্রন করা উচিত বলে মনে করে সচেতন মহল।