দিনাজপুরে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ সেপ্টেম্বর দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় সংক্রান্ত সভায় পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত গোর-এ শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জানানো হয়।
সকল মুসলমান সম্প্রদায়কে নিজ নিজ জায়নামাজসহ গোর-এ শহীদ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করার অনুরোধ করেছেন পৌর মেয়র জাহাঙ্গীর।