শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে এবারে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। আবহাওয়া প্রতিকূল থাকলে গোর-এ-শহীদ কেন্দ্রীয় জামে মসজিদের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

শনিবার (২৫ জুন) বিকেলে দিনাজপুর পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন দিনাজুপর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন সদর হাসপাতাল জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ মো. শামসুল হক কাসেমী। তার সহকারী হিসেবে থাকবেন স্টেশন রোড জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাওঃ মো. আব্দুল মান্নান ও পৌরসভা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওঃ মো. জাকারিয়া।

সভায় দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আহম্মেদুজ্জামান ডাবলু, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মো. আব্দুল লতিফ, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মো. ওয়াহেদুল আলম আর্টিষ্ট, সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন, দৈনিক জনমতের বার্তা সম্পাদক এ্যাড. মো. লতিফুর রহমান, দৈনিক বর্তমান’র জেলা প্রতিনিধি মাহবুবুল হক খান, সংগ্রাম’র জেলা প্রতিনিধি মো. কামারুজ্জামান, পৌরসভার কাউন্সিলর মো. জিয়াউর রহমান নওশাদ, মাকসুদা পারভীন মিনা, সমাজসেবক সারোয়ারুল হাসান ক্লিপ্টন, ব্যবসায়ী ইমামুল চৌধুরীসহ অন্যান্য সুধী ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার আয়োজনে গোর-এ- শহীদ ঈদগাহ মাঠে প্রতিবছর ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ অথবা ৭ জুলাই ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

Spread the love