শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ঈদে বিনোদনকেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভীড়

Binodanমাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুরে ঈদুল আযহা উপলক্ষে বিনোদনকেন্দ্রগুলোতে ছিল মানুষের উপচে পড়া ভীড়। এসব বিনোদনকেন্দ্রগুলোতে শিশু, কিশোর-কিশোরী, তরম্নন-তরম্ননীসহ সব বয়সী নারী-পুরম্নষের ভীড় ছিল চোখে পড়ার মত। দিনাজপুর শিশু পার্ক, রামসাগর, কামত্মজিও মন্দির, রাজবাড়ী, দিনাজপুর সিটি পার্কসহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে বিনোদন পিপাসু মানুষের উপচে পড়া ভীড় ছিল।

শহর জীবনের কোলাহল থেকে বের হয়ে এসব মানুষ পরিবারের সদস্যদের নিয়ে ঈদ আনন্দ উপভোগ করেছে। ঈদুল আযহা উপলক্ষে অন্যান্য বারের ন্যায় এবারেও শহরের কাঞ্চন কলোনী ঈদগাহ মাঠে, ঘাষিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, একাডেমী উচ্চ বিদ্যালয় মাঠে, মহিলা সংস্থা সংলগ্ন মাঠ ও পাশের রাসত্মায়, ফকিরপাড়ায় ঈদ আনন্দ মেলার আয়োজন করা হয়। এসব মেলায় শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের খেলনা যেমন নাগর দোলা, চড়কা স্থাপন করা হয়। ঈদ উপলক্ষে শহরের বিভিন্ন স্থানে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়েছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হবে।

Spread the love