দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌফিক ইমাম বলেছেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়তে আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। ছাত্র-ছাত্রীরা চাকুরীর পিছনে না ছুটে প্রযুক্তিকে জয় করতে পারলে তারাই মানুষকে চাকুরী দিতে পারবে। কোন জিনিসকে ভিন্ন ভাবেই চিন্তা করাই হল আইডিয়া। তবে জনগনের চোখ দিয়ে সব কিছু দেখা দরকার এবং গন্ডির বাহিরে চিন্তা করা প্রয়োজন। নিজেদের আইডিয়াকে উদ্ভবন করে নতুন কিছু সৃষ্টি করাই তথ্য প্রযুক্তির এই ক্যাম্পের মূল্য উদ্দেশ্যে।
‘‘আধুনিক তথ্য ও প্রযুক্তির মাধ্যমে তরুন নেতৃত্ব বের করে আনা’’ – এই উদ্দেশ্যে কে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার কেবিএম কলেজে প্রধানমন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রাম ও জেলা প্রশাসন দিনাজপুর এর যৌথ আয়োজনে ছাত্র-ছাত্রীদের উদ্ভবনী ধারণা বিষয়ক ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি স্বাগত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কেবিএম কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন আখতার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধামন্ত্রী কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পলিসি এক্সপার্ট (শিক্ষা) মোঃ আফজাল হোসেন সারওয়ার, এটুআই প্রোগ্রামের মনিটরিং এবং ইভানুয়েশন অ্যানালিস্ট মোঃ রমিজ উদ্দিন, এটুআই প্রোগ্রামের পলিসি স্পেশালিষ্ট খন্দকার মোঃ নাজমুল হুদা শামীম ও প্রজেক্ট এ্যাসিসট্যান্ড মাহমুদুল ইসলাম। উক্ত ক্যাম্পে কেবিএম কলেজের ৩০ জন ছাত্র-ছাত্রী ১১টি গ্রুপে বিভক্ত হয়ে দিনব্যাপী ক্যাম্পে অংশগ্রহণ করে। বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব লিবালেটরস দিনাজপুর এর সহ সভাপতি (বিজ্ঞান একাডেমী) জিয়াউল হক, সহকারী অধ্যক্ষ মোঃ রহিনুর ইসলাম ও ইকবাল হাই স্কুলের কম্পিউটার শিক্ষক পরিমল মল্লিক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কেবিএম কলেজের সহকারী অধ্যাপক জিয়াউল হুদা জুয়েল।