মাহবুবুল হক খান দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের ঘাষিপাড়া এলাকায় আশরাফুল ইসলাম নিশান (২২) নামে ছিনতাইকারী দলের এক সদস্যকে হাতেনাতে ধরে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।
আটক ছিনতাইকারী নিশান শহরের ঠোঙ্গাপট্টি এলাকার মৃত শামসুল আরেফীনের ছেলে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শহরের ঘাষিপাড়া ডাবগাছ মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে আশরাফুল ইসলাম নিশানসহ তার সহযোগী মোঃ আবিদ (২০) ও মোঃ জাসিফ (২১) এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৮/৯ জনের বিরম্নদ্ধে কোতয়ালী থানায় এজাহার দায়ের হয়েছে।
থানায় দায়ের করা এজাহার সূত্রে জানা গেছে, শহরের ঘাষিপাড়া এলাকার মোঃ সামসুজ্জামানের ছেলে দিনাজপুর জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র মোঃ সামিন ইয়াসার সেজান (১৫) চিকিৎসার জন্য শাকিল নামে তার এক আত্মীয়কে নিয়ে সন্ধ্যা ৭টার দিকে শহরের বালুয়াডাঙ্গাস্থ ডা. আমিনুল ইসলামের নিকট যাওয়ার জন্য বাড়ী হতে বের হয়। ছিনতাইকারী আশরাফুল ইসলাম নিশান ও তার সহযোগি মোঃ আবিদ, মোঃ জাসিফসহ অজ্ঞাত ৮/৯ জনের একটি সংঘবদ্ধ দল মোঃ সামিন ইয়াসার সেজান ও শাকিলের গতিরোধ করে ক্ষুর ঠেকিয়ে তার সাথে থাকা একটি স্মার্ট টাচ ফোন, একটি নোকিয়া ফোনসহ নগদ টাকা-পয়সা ছিনিয়ে নেয়।
এ সময় সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্যদের চিনে ফেলায় ছিনতাইকারীরা তাদের দু’জনকে এলোপাথাড়ী কিল-ঘুষি দিয়ে আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা পালিয়ে গেলেও আশরাফুল ইসলাম নিশানকে স্থানীয় জনতা আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
পরে ছিনতাইয়ের শিকার মোঃ সামিন ইয়াসার সেজানের পিতা মোঃ সামসুজ্জামান বাদী হয়ে আটক ছিনতাইকারী আশরাফুল ইসলাম নিশান ও তার সহযোগি মোঃ আবিদ, মোঃ জাসিফসহ অজ্ঞাত ৮/৯ জনের বিরুদ্ধে দিনাজপুর কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ।
মাহবুবুল হক খান দিনাজপুর প্রতিনিধি, মোবাইলঃ ০১৭১৮৪০৯২৯২,