সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে এফপিএবি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক : দিনাজপুরে এফপিএবি’র ৩৮তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার সকালে এফপিএবি’র এ্যাড. এম. ফয়জুর রহমান মিলনায়তনে উক্ত সাধারণ সভা ও নির্বাচন (২০১৫-২০১৮) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথম পর্বে সাধারণ সভায় এফপিএবি দিনাজপুর শাখার সভাপতি এ্যাড. নীলুফার রহিমের সভাপতিত্বে বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও ৩৮তম বার্ষিক সাধারণ সভার প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক এ কে এম মেহেরুল্লাহ বাদল। এছাড়াও সমিতির জেলা কর্মকর্তা জাফরুল বারীর পরিচালনায় সাধারণ সভার আর্থিক প্রতিবেদন ও বহিরাগত অডিট রিপোর্ট পেশ করেন অবৈতনিক কোষাধ্যক্ষ প্রকৌশলী মো. মোশাররফ হোসেন। সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন সমিতির সকল পর্যায়ের সদস্যবৃন্দ। সভাপতির অনুমতিক্রমে প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে এফপিএবি এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০১৫-২০১৮) অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৫জন প্রার্থী ১৯ পদের বিপরীতে ফরম সংগ্রহ করেন। ফরম জমা দেন ১৯জন। ১৯ পদে কোন প্রতিদ্বন্ধি না থাকায় প্রধান নির্বাচন কমিশনার বিমল কুমার দেব বিনা প্রতিদ্বন্ধিতায় প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন। কমিটির নির্বাচিত সদস্যরা হলেন, সভাপতি প্রকৌশলী মো. মোশাররফ হোসেন, সহ সভাপতি অধ্যাপক মো. আমিনুল হক, অবৈতনিক সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল করিম, অবৈতনিক কোষাধ্যক্ষ শাহ্ ইয়াজদান মার্শাল, অবৈতনিক সহকারি সাধারণ সম্পাদক আলেয়া বেগম, মেডিকেল সম্পাদক ডা. মমতাজ বেগম পলি, যুব সম্পাদক সাফি সাবনাজ সুইটি, এ্যাডভোকেশী সম্পাদক জান্নাতুল রোজ, মহিলা সম্পাদক মঞ্জু আরা বেগম রানী, সদস্য মুক্তারা জাহান লিসা, ইয়াসমিন আক্তার এ্যাড. মো. শামীম কবীর অপু, অভিজিৎ দে রানা, যুব সদস্য শাকিফা তুজ জোহরা, রিদিম ইসলাম ইবনে নুর। জাতীয় কাউন্সিলর হিসেবে বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি রোকেয়া সামাদসহ আতাউর রহমান আজাদ বাবলু, এ কে এম মেহেরুল্লাহ বাদল ও যুব জাতীয় কাউন্সিলর হিসেবে নাদিয়া নওরিন কে নির্বাচিত করা হয়। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন, সদস্য সচিব মো. জাফরুল বারী, সদস্য মো. মোকাররম হোসেন খাঁন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে নিজস্ব ভবনে জাতীয় ও এফপিএবি পতাকা উত্তোলন করেন কমিটির সদস্যবৃন্দ। এছাড়াও পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডা. মো. সাহাবউদ্দিন আর শোকবার্তা উপস্থাপন করেন সমিতির অবৈতনিক এ্যাডভোকেসী সম্পাদক মিসেস আলেয়া বেগম।