সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে এবারে ফিতরা ৬০ টাকা নির্ধারণ

মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে এবারে ফিতরা সর্বনিম্ন ৬০ টাকা ও সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (১৮ জুন) বিকেলে গাউসতলা জামে মসজিদে অনুষ্ঠিত ইমাম-ওলামাদের এক যৌথ সভায় ফিতরার এ হার নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম সানাপীর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মতিউর রহমান কাসেমী। সভায় দিনাজপুরের স্থানীয় বাজার দর পর্যালোচনা করে ইমাম-ওলামাদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এবারে ফিতরার এই হার নির্ধারণ করা হয়।

আটার বর্তমান বাজার দর ৩৪ টাকা কেজি দরে ১ কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য বাবত সর্বনিম্ন ফিতরা ৬০ টাকা, খেজুরের বাজার দর ২শ’ টাকা কেজি দরে ৩ কেজি ৩৩০ গ্রাম খেজুরের মূল্য বাবত ৭০০ টাকা ও কিসমিসের বাজার দর ৩শ’ টাকা কেজি দরে ৩ কেজি ৩৩০ গ্রাম কিসমিসের মূল্য বাবত ১০০০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা মো. সোহরাব হোসাইন, বাহার পড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. মকবুল হোসেন, গাউসতলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সোহরাব হোসেন কাসেমীসহ অন্যান্য আলেম-ওলামা ও বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ।

Spread the love