
দিনাজপুর প্রতিনিধি: সামাজিক পারিবারিক ও আদর্শিক মুল্যবোধকে সামনে রেখে দেশ রাষ্ট্র ও পরিবারকে গৌরবান্ধিত করতে এই সময় ডিজিটাল বাংলাদেশে বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আরো বেশি মনোযোগি হতে হবে এই প্রত্যয় নিয়ে গতকাল দিনাজপুরে এস আর এ ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজির নতুন ছাত্র-ছাত্রীদের নবীন বরন’১৪ অনুষ্ঠান সম্পন্ন হলো। দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে ভিন্ন আঙ্গিকে সকাল ১১ টায় প্রবীন শিক্ষক আশরাফ আলী মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম সোনা, বিশেষ অতিথি ছিলেন পরিচালক প্রশাসন আলহাজ্ব মোঃ রশিদুল ইসলাম, নির্বাহী পরিচালক মোঃ আকরাম আলী মিয়া। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক সুলতান মাহমুদ, শিক্ষক রাসেল ছাত্র মোহাব্বত ইয়ারুল ইসলাম, ইকবাল হোসেন, ছাত্রী ঝরা প্রমুখ। গ্লোবাল ভিলেজের সময়কে কাজে লাগাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের প্রাট্টিকেল ও লিখিত পরিক্ষায় আরো পারদর্শি হতে হতে হবে। নিজের জীবন গড়ার পাশাপাশি পারিবারিক অবস্থাকে বিশ্বের দরবারে তুলে ধরতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবস্থান আরো দৃয় করতে হবে। অনুষ্ঠানের আয়োজক ছিল ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ বর্ষের ছাত্র-ছাত্রীরা। উল্ল্যেখ ২০১১ সালে এস আর এ ইনস্টিটিউট অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার, সিভিল ও ইলেকট্রিক্যাল বিভাগ নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে দিনাজপুরসহ উত্তরবঙ্গের এক সুনাম ধন্য প্রতিষ্ঠানে রুপান্তরিত হয়েছে। শেষে নবীন ও প্রবীন ছাত্র ছাত্রীদের সমন্নয়ে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।