
আব্দুর রাজ্জাকঃ
দিনাজপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম জি এম সারোয়ার হোসেন বলেছেন, বর্তমান সরকারের ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার মান আরও বৃদ্ধি পেয়েছে। এজন্য প্রত্যেকটি স্কুলকে ডিজিটালের আওতায় আসতে হবে। খুব অল্প সময়েই এ এম রেসিডেন্সিয়াল স্কুল ডিজিটালে প্রবেশ করায় কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
২০ নভেম্বর বৃহস্পতিবার সকালে শহরের উপশহরস্থ পুরাতন ৬নং ব্লকের এ এম রেসিডেন্সিয়াল স্কুল মিলনায়তনে ডিজিটাল পদ্ধতিতে প্রদর্শণী ক্লাস’র শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান চৌধুরী’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কে বি এম কলেজ’র অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সাইফ উদ্দিন আকতার। এছাড়াও প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কুদ্দুস’র পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপশহরস্থ নাজমা কিন্ডার গার্টেন’র অধ্যক্ষ আব্দুল হক, স্কুল অব লিবারেটস এর প্রতিষ্ঠাতা জিয়াউল হক সিজার প্রমুখ। বক্তব্য শেষে প্রধান অতিথি কম্পিউটারের বাটন চেপে প্রতিষ্ঠানের প্লে ও নার্সারী ক্লাসের ডিজিটাল পদ্ধতি শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।