
আব্দুর রাজ্জাক দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে ঐতিহ্যবাহী চাঁদের হাট সমিতি’র কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর শুক্রবার শহরের নিমনগর বালুবাড়িস্থ সমিতির নিজস্ব ভবনে উক্ত কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী চাঁদের হাট সমিতির ২০১৫ ও ২০১৬’র কার্যনির্বাহী কমিটির দ্বি বার্ষিক নির্বাচনে সদস্যদের ভোটে সভাপতি হিসেবে শাহ্ রেজাউর রহমান হিরু ও কাজী গোলাম জিলানী মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে নব নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি আব্দুস সোবহান, মো. মনোয়ার হোসেন, শ্রী সজল ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জামিনুর রহমান বিপু, কোষাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান মসফিকুর, সাংগঠনিক সম্পাদক এস এম আরিফুর রহমান আরিফ, ক্রীড়া সম্পাদক মো. মতিবুর রহমান বিপ্লব, সহ ক্রীড়া সম্পাদক জামিল বাবু, দপ্তর সম্পাদক মাহবুব ইসলাম আরিফ (ছোট), প্রচার সম্পাদক মো. আবু হোসেন দুলাল, সহ প্রচার সম্পাদক মো. আশরাফুল, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. রবিউল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো. তরিকুল ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক মো. সরোয়ার জাহান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জল কুমার দাস, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. রাশেদুর রহমান। সমিতির ২৯সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্য পদে মো. সাইনুল ইসলাম, মো. রশিদুল ইসলাম, এস এম শাকেরুর রহমান, মো. মতলুবুর মামুন সরকার, মো. আফতাব আলী, সুজন কুমার দে, খন্দকার আফাজ উদ্দিন রাঙ্গা, মো. তাজুল ইসলাম, শিহাব আল সামস শোভন, মো. দুলাল হোসেন ও মো. ফারুক হোসেন রানা নির্বাচিত হয়েছেন।