
দিনাজপুরে শিশু অধিকার ও বাল্য বিবাহ বিষয়ক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপি’র আয়োজনে ২২ মে বৃহস্পতিবার সকালে দিনাজপুর পর্যটন মোটেলে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপি’র ম্যানেজার রোলেন্ড গমেজ। অনুষ্ঠানে ইউনিটি ফর এনজিও’স দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক ও দৈনিক উত্তর বাংলার বার্তা সম্পাদক শাহাদৎ হোসেন শাহ’র সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহন করেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, দৈনিক স্বর্ণসকালের সম্পাদক কাজী তাজ-উল-শামস প্রিন্স, দৈনিক খবর একদিন’র সম্পাদক মোফাসেরুর রাশেদ মিলন, দৈনিক খবরপত্র জেলা প্রতিনিধি মনসুর রহমান, দৈনিক উত্তরার বার্তা সম্পাদক আব্দুর রহমান, প্রতিভার বার্তা সম্পাদক মোঃ আকরাম হোসেন বাবলু, উত্তর বাংলার স্টাফ রিপোর্টার বিলকিস আরা ফয়েজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র ডিভিশনাল কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন স্পেশালিষ্ট মোঃ গোলাম এহসানুল হাবিব, ওয়ার্ল্ড ভিশনের ভালনারেবল চাইল্ড ওয়েল্ডবিং প্রজেক্ট’র প্রজেক্ট ম্যানেজার পরিমল হেমব্রম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র শিক্ষা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ডায়মন্ড জে. ঘাগ্রা প্রমূখ।
বৈঠকে বক্তারা শিশু অধিকার ও বাল্য বিবাহ বিষয়ে সচেতনার উপর গুরুত্বারোপ করেন। বক্তারা ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমকে প্রশংসা করেন এবং তাদের কার্যক্রমকে তৃণমুল পর্যায়ে পৌঁছে দেয়ার আহবান জানান। পাশাপাশি শিশু অধিকার, বাল্য বিবাহ ও শিশু পাচাররোধে করনীয় বিষয়ে প্রতিটি মসজিদে শুক্রবারে জুমার নামাজের খুৎবায় বিষয়টি তুলে ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হয়।
গোল টেবিল বৈঠকে দৈনিক পত্রালাপের ফটো সাংবাদিক – দিনাজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার দিনাজপুর জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলী, বর্তমান’র জেলা প্রতিনিধি মাহবুবুল হক খান, এনটিভি’র জেলা প্রতিনিধি মোঃ ফারম্নক হোসেন, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি রেজাউল করিম রঞ্জু, মানবকন্ঠ’র জেলা প্রতিনিধি সুলতান মাহমুদসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।