শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে করতোয়া নদী রক্ষা প্রকল্পে ২৫ কোটি ৫৪ লক্ষ টাকা ব্যয়ে সাড়ে ১৪ হাজার হেক্টর জমি সেচ আওতায় প্রকল্পের কাজ শুরু

Kor0tia Nodiরতন সিং দিনাজপুর থেকে : দিনাজপুর জেলার নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার পাশ্ব দিয়ে প্রবাহিত করতোয়া নদীর ডানতীর সমন্বিত বন্যা নিয়ন্ত্রন বাধ ও পানি নিস্কাশনে রেগুলেটর নির্মানে ২৫ কোটি ৫৪ লক্ষ ৯১ হাজার টাকা ব্যয়ে কাজ শুরু হয়েছে।

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন জানান, চলতি অর্থ বছর গত জানুয়ারী মাসে এই প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। দিনাজপুরের নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার পাশ্ব দিয়ে প্রবাহিত করতোয়া নদীর ডানতীর রক্ষা সমন্বিত বন্যা নিয়ন্ত্রন বাধ নির্মানে অন্যতম প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়নে ৮টি প্যাকেজ গ্রহণ করা হয়। প্রকল্প গুলোর মধ্যে আবাদি জমির জলবদ্ধতা দূর করতে এবং বন্যার পানি দ্রুত সময়ের মধ্যে নদীতে নেমে যাওয়ার জন্য পানি নিস্কাশন করতে ৫টি অত্যাধুনিক রেগুলেটর নির্মানের কাজ শুরু করা হয়েছে। রেগুলেটরগুলোর মধ্যে ৫ ভেন্ট ১টি, ৩ ভেন্ট ১টি, ২ ভেন্ট ২টি এবং ১ ভেন্ট ১টি নির্মান কাজ চলছে। রেগুলেটরগুলো দিয়ে বর্ষা মৌসুমে দ্রুত পানি নেমে যাওয়া এবং শুস্ক মৌসুমে নদীর পানি ধরে রেখে কৃষকেরা তাদের জমিতে সেচ কাজে ব্যবহার করতে পারবেন।

সূত্রটি জানায়, প্রকল্পের মধ্যে বাধ নির্মান ২৫ দশমিক ২১৫ কিলোমিটার রয়েছে। বাধ নির্মান ও নদী খনন কাজে ৩জন ও রেগুলেটার নির্মানে ৫ জন সহ ৮ জন ঠিকাদার নিয়োগ করা হয়েছে। এছাড়া ১ হাজার ৬৫০ কিলোমিটার নদী খনন এবং ২ হাজার ৪শ কিলোমিটার নদী পূণ খনন কাজ শুরু করা হয়েছে। নদী খনন, বন্যা নিয়ন্ত্রন বাধ নির্মান ও ৫টি পানি নিস্কাশনের রেগুলেটর নির্মান কাজ সম্পন্ন করা হলে এই ২টি উপজেলার সাড়ে ১৪ হাজার হেক্টর আবাদি জমি নদীর পানি  থেকে সেচ প্রকল্পের আওতায় কৃষি কাজের সুবিধা পাবে। প্রকল্পের কাজ আগামী ২০১৫ সালের জুন মাসে শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ওই এলাকার কৃষকেরা স্বল্প খরচে নদীর পানি তাদের আবাদি জমিতে সেচ কাজে ব্যবাহার করে ফসল ফলাতে পারবেন। সূত্রটি জানায়, এই প্রকল্পের আওতায় করতোয়া নদীর ডানতীর ৬০ কিলোমিটার নদী রক্ষা বাধ নির্মানের প্রকল্প পানি উন্নয়ন অধিদপ্তরে প্রেরন করা হয়েছিল। প্রথম  স্তরে ২৫  দশমিক ২১৫ কিলোমিটার বাধ নির্মান ও অনুসাঙ্গিক কাজে অর্থ বরাদ্দ প্রদান করা হয়। পরবর্তীতে অর্থ বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে প্রকল্পের অবশিষ্ঠ কাজ শুরু করা হবে।