দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার কর্ণাই-মহাদেবপুর গ্রামে দুর্বৃত্তদের দেয়া আগুনে ৬টি খড়ের টাল সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার রাত আনুমানিক ১১টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এলাকাবাসি জানায়, গত বুধবার রাত আনুমানিক ১১টার দিকে কর্ণাই-মহাদেবপুর গ্রামের আব্দুস সালাম মড়ল’র খড়ের টালে অগ্নিসংযোগ করে দুর্বত্তরা। স্থাণীয় গ্রামবাসি দিনাজপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হলেও ততক্ষণে ৬টি খড়ের টাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় গাছ-পালার ক্ষতি হলেও আশপাশের ঘর-বাড়ীর কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
দিনাজপুর ফায়ার স্টেশনের ইনচার্জ একেএম মুর্শেদ জানান, খড়ের টালে অগ্নিকান্ডে ৬টি খড়ের টাল পুড়ে গেছে। এতে আর্থিক ক্ষতির পরিমান ১ লাখ টাকা হতে পারে বলে তিনি জানান। তবে কারা আগুন দিয়েছে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না।