রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে কর্মজীবী নারীর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে মানববন্ধন

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার : গতকাল রোববার কর্মজীবী নারী দিনাজপুরের আয়োজনে গত ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে মুন্সিপাড়াস্থ খাজা নাজিমুদ্দিন হলের সন্মুখে পাকা রাস্তায় মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথি কর্মজীবী নারীর উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ লিয়াকত আলী বলেন, যতদিন পর্যন্ত নারী নির্যাতনকারী অপরাধীরা কঠিন সাজা না পায় ততদিন এ দেশে নারী নির্যাতন বন্ধ হবেনা। কর্মজীবী নারীদের নিরাপত্তা প্রদানে সরকারের সক্রিয় ভূমিকাকে আরো জোরালো করতে হবে। আমরা বিশ্বাস করি নারীর প্রতি পারিবারিক মর্যাদাই হতে পারে নারী নির্যাতন প্রতিরোধের প্রধান হাতিয়ার। মানববন্ধন কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন এডাব দিনাজপুর এর সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন দিনাজপুরের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, সিডিসির নির্বাহী পরিচালক যাদব চন্দ্র রায়, কর্মজীবী নারী দিনাজপুরের সাধারণ সম্পাদক নুরুন নাহার, মৌসুমি ফেরদৌসী, ইন্দ্রজিৎ রায় অনিক ও জেলা জাসদের নেতা মোঃ সহিদুল ইসলাম শহিদুল্লাহ এবং ঢাকা হতে আগত কৃষি শ্রমিক আইন আদায় আন্দোলন এর এ্যডেভোকেসী অফিসার রাজিব আহম্মেদ।

 

Spread the love