শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে কার্যালয় থেকে বীমা কর্মকর্তার লাশ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বাহাদুর বাজার শীতল প্লাজা মার্কেটের দ্বিতীয় তলার অফিস থেকে মেহেরাফ আলী (৬০) নামে এক বীমা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশটি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মেহেরাফ আলী ইসলামী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দিনাজপুর শাখার ম্যানেজার ছিলেন। তিনি পাক পাহাড়পুর এলাকার অহির উদ্দীনের ছেলে।

প্রতিবেশী খোরশেদ আলম জানান, মেহেরাফ আলী শুক্রবার বিকেল ৩টার দিকে বাড়িতে মোবাইল ও মোটরসাইকেল রেখে বের হন। এরপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্মস্থল বীমা অফিসে খোঁজ করতে এলে তার ঝুলন্ত লাশ দেখা যায়।

নিহতের ভাগনে আরিফ জানায়, তারা অফিসে এসে দরজা ও জানালা খোলা দেখতে পান। শুক্রবারে কেন তিনি অফিসে এলেন তা রহস্যজনক।

প্রতিবেশীরা জানান, আগে তিনি ব্যাংকে চাকুরী করতেন। অজ্ঞাতকারণে তার চাকুরী চলে যায়। পরে তিনি বীমা কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকুরী নেন।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।