বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়াদামে সিগারেট বিক্রি

আগামী বাজেটে সিগারেটের মূল্যবৃদ্ধির আশংকায় দিনাজপুরে কৃত্রিম সংকট সৃষ্টি করে চড়া দামে সিগারেট বিক্রির অভিযোগ করেছে পান দোকানদাররা। আগামী বাজেটে সিগারেটের দাম বাড়ানো হবে এ আশংকায় গত ৭ দিন ধরে দিনাজপুরের খোলা বাজারে বৃটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানীর গোল্ডলিফ ও বেনসন সিগারেটের কৃত্রিম সংকট দেখা দিয়েছে। অভিযোগে প্রকাশ, ১৬২ টাকার বেনসনের প্যাকেট ২০০ থেকে ২১০ টাকা এবং ৯০ টাকা প্যাকেটের গোল্ডলিফ ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে।
পান দোকানদার ও সিগারেটের খুচরা বিক্রেতারা অভিযোগ করেন, কোম্পানীর দিনাজপুরের পরিবেশক মৌলভী ব্রাদার্স অধিক মুনাফার জন্য কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। কোম্পানী সিগারেটের মূল্য না বাড়ালেও বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় ক্রেতাদের সাথে খুচরা বিক্রেতাদের বাদানুবাদ লেগেই আছে। তবে পরিবেশক মৌলভী ব্রাদার্সের এক কর্মকর্তা জানান, কোম্পানীর সিগারেট সরবরাহ সীমিত হওয়ায় বাজারে স্বাভাবিকভাবেই সিগারেট দেয়া কমে গেছে। অধিক মুনাফার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, সরবরাহ বৃদ্ধি পেলে খোলা বাজারেও সিগারেট দেয়ার পরিমাণ বেড়ে যাবে।