শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে কোয়াবের ধর্মঘট চলছে

দিনাজপুর প্রতিনিধি : অযৌক্তিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২টি ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানে জরিমানা করার প্রতিবাদে দিনাজপুরের সকল ক্যাবল টিভি নেটওয়ার্ক শনিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে। ধর্মঘটের ফলে দিনাজপুরে টিভি সম্প্রচার কার্যক্রম বন্ধ রয়েছে।

গত বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত ২টি প্রতিষ্ঠান ‘দিনাজপুর ভিশন’ ও ‘পিএমএন ক্যাবল টিভি নেটওয়ার্ক’ এ অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকার জরিমানা আদায় করে। ভ্রাম্যমান আদালত অযৌক্তিকভাবে কোন প্রমাণ ও স্বপক্ষে কোনরূপ যুক্তি উপস্থাপনের সুযোগ না দিয়ে এক প্রকার জোর জবরদসিত্ম করে জরিমানার টাকা আদায় করায় ক্যাবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এই ধর্মঘটের ডাক দেয়। শনিবার সন্ধ্যা হতে তারা স্যাটেলাইট সম্প্রচার বন্ধ করে দিয়ে ধর্মঘট পালন করছেন।

এর আগে শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্যাবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) দিনাজপুর শাখার আহবায়ক ফখরম্নল ইসলাম বাবলা জেলা প্রশাসনের এই অন্যায় আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে ভ্রাম্যমান আদালতের নামে হয়রানী বন্ধ ও সুষ্ঠু পদক্ষেপ নেয়ার দাবী জানান। দাবী না মানায় কোয়াব শনিবার সন্ধ্যা থেকে অনির্দিষ্টকালের জন্য সম্প্রচার বন্ধ করে দেয়।

এদিকে ক্যাবল টিভি নেটওয়ার্কের অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে স্যাটেলাইট টিভি দর্শকরা বিপাকে পড়েছেন। হাজার হাজার টিভি দর্শক শনিবার সন্ধ্যা থেকে সংবাদ, টিভি টক শোসহ সবধরনের অনুষ্ঠান দেখা থেকে বঞ্চিত হচ্ছেন। স্যাটেলাইট টিভি প্রম্প্রচার বন্ধ থাকায় দিনাজপুর দেশের এক বিচ্ছিন্ন জনপদে পরিণত হয়েছে।