শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে ক্রেডিট ইউনিয়ন পরিচালক বোর্ড সদস্যদের চারদিনব্যাপী প্রশিক্ষন সম্পন্ন

দিনাজপুর প্রতিনিধি ॥ দেশে আর্থসামাজিক উন্নয়নে ও মানুষের আত্মনির্ভরশীলতা অর্জনে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নগুলো গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করছে। আর ক্রেডিট ইউনিয়নগুলোকে আরও শক্তিশালী করতে এর পরিচালনায় যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের আরও দক্ষ করে তোলা প্রয়োজন।

গত শনিবার বিকেলে দিনাজপুরে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নগুলোর পরিচালনা কমিটির সদস্যদের চারদিনব্যাপী এক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। চারদিন ব্যাপী এই প্রশিক্ষন কোর্সের আয়োজন করে দ্য কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ (কালব)

দিনাজপুর মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এমবিএসকে) মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালব-এর চেয়ারম্যান মিঃ সায়মন এ পেরেরা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কালব এর সেক্রেটারী মোঃ মজিবর রহমান ও ট্রেজারার পেরী মোহন মন্ডল।

কালব এর ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কালব ম্যানেজার আব্দুল মান্নান, কালব রংপুর অঞ্চলের ডিরেক্টর উজ্জল আলী সরকার এবং কালব দিনাজপুর জেলা ম্যানেজার মোজাফ্ফর হোসেন।

গত ১৩ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এই প্রশিক্ষনে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার বিভিন্ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের পরিচালনা বোর্ডের ৩৫ জন সদস্য অংশ নেন।