শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষন ইনষ্টিটিউট ঢাকার অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ

Kutierদিনাজপুর প্রতিনিধি: ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষন ইনষ্টিটিউট (স্কিটি) ঢাকা এর অধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াদুদ বলেছেন আর্ত মানবতার কল্যানে আমরা শীতার্ত মানুষের পাশে রয়েছি। বিশেষ করে তৃর্ণমূল পর্যায়ে আসহায় শীতার্ত মানুষের সহায়তা করার জন্য আমরা দিনাজপুর এসেছি।

গতকাল শনিবার ঢাকা ও দিনাজপুরের ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষন ইনষ্টিটিউট (স্কিটি) ঢাকা এর প্রাক্তন প্রশিক্ষণার্থীদের নিয়ে গঠিত স্কিটি এলামনাই এসোসিয়েশন অব বাংলাদেশ (সাব) এর উদ্যোগে দিনাজপুর সদর উপজেলার দক্ষিন কোতয়ালী ঘুঘুডাঙ্গা (গৌরিপুর), বিরল উপজেলার মাধববাটি গ্রামে এবং দিনাজপুর শহরের গোলকুঠি মহলস্নায় দুস্থ আসহায়, দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে তিনি সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটি এলামনাই এসোসিয়েশন (সাব)-এর শীব বস্ত্র বিতরন কমিটির আহবায়ক মাহফুজুল হক ও মোঃ ইমান হোসেন (ইমন), মোঃ শহিদুল ইসলাম সিকদার, আব্দুল্যাহ আল মামুন, মমিন সাগর প্রমুখ।