মঙ্গলবার ১২ ডিসেম্বর ২০২৩ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে খাদ্য বিভাগ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি জেলা ইউনিট শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাকঃ

দিনাজপুরে খাদ্য বিভাগ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি জেলা ইউনিট শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার শহরের বালুবাড়িস্থ জেলা খাদ্য অফিস চত্ত্বরে উক্ত পরিচিতি সভায় খাদ্য বিভাগ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি জেলা ইউনিট শাখার নবগঠিত কমিটির সভাপতি ঘোড়াঘাট এলএসডির মো. জামাল উদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীরগঞ্জ এলএসডির মো. মোস্তাফিজুর রহমান’র পরিচালনায় বক্তব্য রাখেন নবগঠিত কমিটির সহ সভাপতি চিরিরবন্দরের তানজিমুল ইসলাম, পুলহাটের রায়হান চৌধুরী, সহ সা. সম্পাদক উখানি দপ্তরের রায়হান সরকার, জেখানি দপ্তরের এনামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ঘোড়াঘাটের হৃদয় কান্তি, সহ সাংগঠনিক সম্পাদক কাহারোলের গোপাল চন্দ্র, দপ্তর সম্পাদক দিনাজপুর সিএসডির মহসিন আলী, সহ দপ্তর সম্পাদক জেখানি দপ্তরের জাহিদ হোসেন, বিরলের জয়নাল আবেদীন, অর্থ সম্পাদক দিনাজপুর সিএসডির মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক মঙ্গলপুরের আসাদুজ্জামান, সমাজকল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক ঘোড়াঘাটের আলহাজ্ব আব্দুর রহিম, সমবায় সম্পাদক ভবানীপুরের রাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাদিলাহাটের মাহিদুল ইসলাম, সহ প্রচার সম্পাদক খানসামার আব্দুর রসিদ, জেখানি দপ্তরের তোফাজ্জল হোসেন, মহিলা সম্পাদিকা দিনাজপুর সিএসডির তাহমিদা খাতুন, সহ মহিলা সম্পাদিকা জেখানি দপ্তরের আসমা খাতুন, সদস্য পুলহাটের নাজমুল হোসেন, পাকেরহাটের হারুন, ফুলবাড়ীর রায়হান, জেখানি দপ্তরের তৌফিক, বিরলের কমলা কান্ত, সেতাবগঞ্জের দিবাকর, বীরগঞ্জের হেলাল উদ্দিন, সেতাবগঞ্জের আ. আউয়াল, পুলহাটের আ. খালেক, ভাদুরিয়ার হেলাল উদ্দিন, উখানি দপ্তরের আসাদ, মন্মথপুরের আমজাদ হোসেন, কাহারোলের পারভেজ ও সেতাবগঞ্জের আ. মালেক। পরিচিতি সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দ বক্তব্যে তাদের সাত দফা দাবী আদায়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, গত ১৫ নভেম্বর খাদ্য বিভাগ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি দিনাজপুর জেলা ইউনিট শাখার ৩৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী ও ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

 

Spread the love