শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে খানকাহ্ রহ্মানিয়া মাদ্রাসা’র ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : শহরের উত্তর চাউলিয়াপট্টিস্থ খানকাহ্ রহ্মানিয়া নূরানী তা’লিমুল কুরআন মাদ্রাসা’র ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় দিনাজপুর শহরের উত্তর চাউলিয়াপট্টিস্থ খানকাহ্ রহ্মানিয়া নূরানী তা’লিমুল কুরআন মাদ্রাসায় অধ্যায়নরত (প্রথম ব্যাচ) ৫ম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান প্রতিষ্ঠান চত্বরে সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর রেডক্রিসেন্ট হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সমাজ সেবক মোঃ বজলুল হক। প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোঃ শাখাওয়াত হোসেন সাকুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিরিরবন্দর কুতুবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাহ্ মোঃ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হযরত মাওঃ জসিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এছাড়াও প্রতিদিনের ন্যায় জাতীয় পতাকা ও কালিমা তৈয়বার পতাকা উত্তোলন করা হয়। বিদায়ী অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিক্ষক মাওঃ মমিন উল্লাহ। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক, কমিটির কর্মকর্তা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের মাদ্রাসার পক্ষ থেকে পরীক্ষার যাবতীয় সামগ্রী উপহার প্রদান করা হয়। উল্লেখ্য উক্ত মাদ্রাসায় নূরানী পদ্ধতিতে লেখার মাধ্যমে বিশুদ্ধভাবে পূর্ণ কুরআন শরীফ শিক্ষা প্রদান ছাড়াও বাংলা, ইংরেজী ও আরবী ভার্সন শিখানো হয়।

 

Spread the love