দিনাজপুর প্রতিনিধি : সিভিল সার্জন দিনাজপুর ডাঃ মোঃ নুরুল হুদা বলেছেন ১৮ বছর পুর্বে গর্ভবতী মায়েরা ঝুকিপুর্ণ এবং ৩৫ বছরের পরবর্তী গর্ভবতী মা সব সময় ঝূকিপুর্ন গর্ভবতী হিসেবে পরিচিত রয়েছে। গর্ভবতী মায়েদের নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করে উপদেশ ও সেবা প্রদানের মাধ্যমে গর্ভকালীন পরিচর্যা করতে হবে। আমাদের দেশের আর্থ সামাজিক অবস্থার প্রেক্ষিতে একজন গর্ভবতী মায়ের কমপক্ষে ৪ বার সরকারী সেবা কেন্দ্রে যাবার বিষয়টি নিশ্চিত করতে হবে। মনে রাখবেন ঝুকিপুর্ণ গর্ভবতী মায়ের স্বাস্থ্য সেবা নিতে সরকারী হাসপাতালের সেবা নিশ্চিত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় হলরুমে কমিউনিটি হেলথ প্রোগ্রাম আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর আয়োজিত কর্ডএইড নেদারল্যান্ড এর অর্থায়নে গর্ভবতী মায়েদের রেফারেল বিষয়ক অবহিত করণ সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আরডিআরএস বাংলাদেশ দিনাজপুর ইউনিটের কর্মসূচী ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) তপন কুমার সাহার সভাপতিত্বে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য ও সরকারী সেবা প্রাপ্তির বিষয় নিয়ে আলোচনা করেন ডাঃ মাসতুরা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক ডাঃ মোঃ দিদারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার (স্বাস্থ্য) গোলাম আযম নুর। প্রকল্প বিষয় আলোচনা করেন প্রকল্প সমন্বয়কারী মোঃ সোহেল রানা। সভায় সিএইড ডাবিউ ও আরবিএ/সিএমবিএ সদস্য ও উপকারভোগী অংশগ্রহণ করে।