মঙ্গলবার ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে গাড়ী ভাংচুর ও রেল চলাচল বন্ধ

p-dদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে অবরোধের দ্বিতীয় দিন আজ রোববারও রেল লাইন ও তিনটি সড়ক পথের প্রবেশ দ্বারে অবরোধকারীরা অবস্থান নেয়ায় রেল ও বাস যোগাযোগ বন্ধ রয়েছে।

অবরোধকারী ১৮ দলের নেতাকর্মীরা ফুলবাড়ী বাসস্ট্যান্ড রেল ঘুমটি রেল লাইনের উপর বিক্ষোভ মিছিল করেছে। রেল লাইনস্থ ১৮ দলের অবরোধ সর্মথনে গনতন্ত্র মঞ্চের ব্যানারে সমাবেশ করেছে ১৮ দলীয় জোটের নেতা কর্মীরা।

অবরোধ চলা কালে ৫টি মোটর সাইকেল ও ৭টি অটো বাইক শহরের সুইহারী রোডস্থ প্রবেশ দ্বার থেকে ও কাঞ্চন ব্রীজ এলাকা থেকে ও ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে ভাংচুর করেছে অবরোধকারীরা।

এছাড়া চিরিরবন্দর , বীরগঞ্জ, ঘোড়াঘাট, বিরলসহ জেলার প্রতিটি প্রবেশ পয়েন্ডে বিএনপি জামাত শিবির নেতা কর্মীরা অবস্থান নেয়ার কারনে রাজধানী ঢাকার সাথে দিনাজপুরের রেল পথ ও সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ।

শহরের বিভিন্ন পয়েন্ডে অতিরিক্ত পুলিশ মোতায়ন করেছে স্থানীয় প্রশাসন ।বিজিবি টহল ছিল অব্যাহত।

পার্বতীপুর তিনটি তেলের ডিপোতে বিজিবির সহযোগিতায় জ্বালানী তেল সরবরাহ নিশ্চিতকরনের জন্য বিজিবি সার্বনিক তদারকি করার জন্য মোতায়ন করা হয়েছে ।

এছাড়া বেশি ঝুকিপুর্ন এলাকায় একজন র্নিবাহী ম্যাজিস্ট্রেটের নেতৃতেব বিজিবির টহল ছিল চোখে পড়ার মত।

Spread the love