
জিন্নাত হোসেন : দিনাজপুর বড় ময়দানে ডিজুস কনসার্ট অনুষ্ঠিত। ২৫ অক্টোবর শনিবার বিকেলে দিনাজপুর বড়ময়দানে গ্রামীণ ফোনের উদ্যোগে ডিজুস কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে সঙ্গীত পরিবেশন করে সঙ্গীত শিল্পী পড়শি, অগ্রপ্রথিক ও ভূবন বেন্ড দল।
ডিজুস বন্ধুদের গ্রামীণ ফোনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে গ্রামীণ ফোন বগুড়ার রিজিওনাল হেড পার্থ প্রতীম কনসার্টে বলেন, আজ গ্রামীণ ফোন ৫ কোটির পরিবার। আপনারা সেই পরিবারের সম্মানীত সদস্য। আপনাদের গ্রামীণ ফোনের পক্ষে থাকা আমাদের সব সময়ে অনুপ্রেরণা জোগায় সামনে এগিয়ে যাওয়ার। দিনাজপুরের ডিজুস বন্ধুদের জন্য গ্রামীণ ফোন আজকের এই কনসার্টের আয়োজন করেছে। আমরা সবাই মিলে আজকের এই কনসার্ট উপভোগ করব। সব সময় গ্রামীণ ফোনের পক্ষে থাকার জন্য ধন্যবাদ।
আজই চলে আসুন ডিসুজ দুনিয়ায় আর উপভোগ করুন ডিজুস এর নিত্য নতুন অফার। কারণ এখন আপনি আপনার ডিজুস সিম এ পাচ্ছেন যে কোন ডিজুস নম্বরে ১০ সেকেন্ড ১০ পয়সা রেটে কথা বলার সুবিধা। ১০টি নম্বরে এফ এন্ড এফ করার সুবিধা। ৫টাকায় ১০০ এস এম এস। ৫ টাকায় ১০০ এম এম এস এবং ৭ টাকায় ৯ এম বি ইন্টারনেট সুবিধা। অনুষ্ঠান পরিচালনা করেন গ্রামীণ ফোন দিনাজপুরের পরিবেশক মেসার্স মৌলভী ব্রাদার্সের সত্বাধীকারী শামীম কবির।
বার্তা প্রেরক
জিন্নাত হোসেন
দিনাজপুর।