বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে চাঁদাবাজি করতে গিয়ে দুই ভূয়া সার্জেন্ট আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে চাঁদাবাজীর অভিযোগে দুই ভূয়া সার্জেন্টকে আটক করেছে পুলিশ।

 

আটক মোঃ মোসত্মফা মনি (৩৪) দক্ষিণ বালুয়াডাঙ্গার মৃত আব্দুস সামাদের পুত্র এবং মোঃ মাজাহারম্নল ইসলাম (৪২) একই এলাকার মৃত. ইয়াছিন আলীর পুত্র।

 

গত বৃহস্পতিবার দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিত্বে কোতয়ালী থানার এসআই বিশ্বনাথ দাশ গুপ্ত এবং এএসআই মো. বেলাল জেলা প্রশাসকের বাংলোর সামনে থেকে তাদের আটক করে।

 

কোতয়ালী থানার ওসি মো.আলতাফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরম্নদ্ধে সাজেন্ট পরিচয়ে চাঁদা বাজির অভিযোগ রয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা নম্বর-৩৩। তারিখ-১৩/১১/১৪ইং।

Spread the love