বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে চেম্বার অব কমার্স’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আব্দুর রাজ্জাকঃ

দিনাজপুরে চেম্বার অব কমার্স’র উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

২ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শহরের চেম্বার ভবনে ঢাকাস্থ কলাবাগান ক্লাব’র সহ সভাপতি ও সমাজসেবক সমশের আলম নসু’র পক্ষ থেকে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ হতদরিদ্রদের মাঝে উক্ত শীত বস্ত্র বিতরণ করে। বিতরণের সময় উক্ত সমাজসেবক সহ চেম্বার অব কমার্স’র সভাপতি মো. মোছাদ্দেক হুসেন, সিনিয়র সহ সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সহ সভাপতি সারোয়ার আশফাক লিয়ন, নির্বাহী সদস্য আলহাজ্জ্ব মোফাজ্জল হোসেন, আহসান হাবীব সুজা, এ বি চৌধুরী নাসের বিন গোলাম গোর্কী, সাবিবর আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় প্রায় দু’শতাধিক হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Spread the love