মঙ্গলবার ৩০ মে ২০২৩ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে চোরাই মোটরসাইকেলসহ ২ জন আটক

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরে চোরাই মোটর সাইকেলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলো দিনাজপুর শহরের নিউটাউন এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মাসুদ রানা (২৫) ও দিমেক হাসপাতালের পেছনে সাওতালপাড়া এলাকার জহির উদ্দিনের ছেলে মামুন (২৮) বাসিন্দা।

দিনাজপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) বিদুৎ কুমার রায় জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় একটি পালসার ১৫০ সিসি নাম্বার বিহীন চোরাই মোটর সাইকেলসহ দুইজনকে আটক করা হয়। আটকৃতরা সদর উপজেলার মোহনপুর সীমান্ত এলাকা দিয়ে দিনাজপুর শহরে প্রবেশ করার সময় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের কাউগাঁ নামক স্থানে আটক করা হয়।