বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Dinaj Banp JCDদিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১২টায় জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে জেলা ছাত্রদলের আহবায়ক মোসত্মফা কামাল মিলন ও ভারপ্রাপ্ত সদস্য সচিব মকসেদুল ইসলাম টুটুল’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালিতে জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মোন্নাফ মুকুল, শহর ছাত্রদলের আহবায়ক নুরে আলমসহ বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ে ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।