দিনাজপুর প্রতিনিধি : গতকাল ৩০ জানুয়ারী ২০১৪ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালীটি সুইহারী ভাষানী পাঠাগার থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দুপুর ১২.৩০ মিনিটে মডার্ণ মোড়ে এসে শেষ হয়। সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন খানসামা থানার ছাত্র ফ্রন্টের সংগঠক মিষ্ঠু বিশ্বাস, বীরগঞ্জ ছাত্র ফ্রন্টের সভাপতি ফারুক হোসেন, দিনাজপুর সরকারী কলেজ ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র রায়, দিনাজপুর শহর ছাত্র ফ্রন্ট এর আহবায়ক সুকুমার রায় সৌরভ ও দিনাজপুর জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি এ.এস.এম. মনিরুজ্জামান মনির। বক্তারা বলেন দেশে শিক্ষা বেসরকারীকরণ ও বাণিজ্যিকীকরনের বিরুদ্ধে ছাত্র ফন্ট দীর্ঘ ৩০ বছর ধরে লড়াই সংগ্রাম করে আসছে। বর্তমান শিক্ষার সংকট নিয়ে ছাত্র ফ্রন্ট তার লড়াই সংগ্রাম করে যাচ্ছে ও ভবিস্যতেও সংগ্রামে থাকবে। সেই লড়াই সংগ্রামে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের শামিল হওয়ার আহবান জানান।
দিনাজপুরে ছাত্র ফ্রন্টের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যা লী ও সমাবেশ
Please follow and like us: