শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে জনতা ব্যাংক লিঃ এর শীত বস্ত্র বিতরন

 

দিনাজপুর প্রতিনিধি : জনতা ব্যাংক লিঃ এরিয়া অফিস দিনাজপুরের ডিজিএম মোঃ আব্দুল মান্নান বলেছেন, অসহায় দুঃস্থ, শীতার্থ মানুষকে শীতবস্ত্র দেয়াটাও পরম ধর্ম। সরকারী-বেসরকারী সংস্থাগুলোর পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যাক্তিদের এগিয়ে আসতে হবে।

গতকাল বুধবার জনতা ব্যাংক লিঃ দিনাজপুর এরিয়া অফিস কর্তৃক আয়োজিত বিরল উপজেলার নারাবাড়ী জনতা ব্যাংক শাখা চত্তরে অসহায় দুঃস্থ শীতার্থদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। নারাবাড়ী জনতা ব্যাংক শাখা ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা কামাল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর  এরিয়া অফিসে এ্যাসিষ্টেন এক্সিকিউটি অফিসার মদন কুমার দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-ব্যবস্থাপক মোঃ আবেদ আলী ও অফিসার মুজিবুল হক। প্রধান অতিথি স্থানীয় দরিদ্র, অসহায়, দুস্থ শীর্তাতদের মাঝে কম্বল বিতরন করেন।