বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে জমি নিয়ে সংঘর্ষে জহির মন্ডল (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

 

তিনি পার্বতীপুর উপজেলার দক্ষিণ পলাশবাড়ী গ্রামের মৃত মনির উদ্দিন মন্ডলের ছেলে।

 

রোববার দুপুর ২টায় উপজেলার দক্ষিণ পলাশবাড়ী এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এবং সন্ধ্যা ৭টার দিকে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় জহির মন্ডল মারা যান।

 

পার্বতীপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার দক্ষিণ পলাশবাড়ী গ্রামের জহির মন্ডলের সঙ্গে একই গ্রামের সফিউদ্দিনের ছেলে সাজেদুর রহমানের সঙ্গে তিন শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দুপুরে উক্ত জমি নিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে জহির গুরম্নতর আহত হন। সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় জহির মন্ডল মারা যান।

Spread the love