
বেলাল উদ্দিন, দিনাজপুর প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় স্বচ্ছতা, ন্যায্যতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে ৩০ নভেম্বর বিকাল ৪.০০টায় স্থানীয় বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে প্রেসক্লাব চত্ত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। এই মানববন্ধনের আয়োজন করে সচেতন নাগরিক কমিটি সানাক, দিনাজপুর।
জলবায়ু অর্থায়নে সুশাসন এবং টেকশই উন্নয়নের বিষয়ে জনগনের বিশেষ করে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর অংশগ্রহণ ও মতামত প্রদানের সুযোগ সৃষ্টি করা একামত্ম প্রয়োজন। জলবায়ু পরিবর্তন সংক্রামত্ম প্রকল্প পরিকল্পনা প্রণয়ন,তহবিল বণ্টন ও বাসত্মবায়নে নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা একামত্ম জরম্নরী। মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বক্তরা বলেন, জলবায়ু তহবিল প্রদানকারী ও গ্রহণকারী উভয় পক্ষকে এই তহবিলের আর্থিক প্রতিবেদন জনসমুক্ষে প্রকাশের ব্যবস্থা করতে হবে। পরিবেশ দুষণ ও কার্বন নি:স্বরনের জন্য দায়ী দেশ সমুহ ক্ষতিগ্রস্থ দেশ সমুহকে ক্ষতিপূরণ দিতে হবে এবং সঠিক পন্থায় সেই অর্থের ব্যবহার নিশ্চিত করতে হবে। আগামী ১-১২ ডিসেম্বর ২০১৪ পেরম্নর রাজধানী লিমায় ২০তম জলবায়ু পরিবর্তন বিষয়ক (কপ) সস্মেলনে ১৯৫ টি দেশের প্রতিনিধিবৃন্দ সবুজ জলবায়ু তহবিল সংগ্রহে ঐক্যমতে পৌঁছবেন সনাকের পক্ষ থেকে আমাদের দাবী। উপস্থিত আলোচনায় বক্তব্য রাখেন সনাক সভাপতি মো: হাবিবুল ইসলাম, সনাক সদস্য মো: সফিকুল হক ছুটু, এরিয়া ম্যানেজার (টিআইবি, সনাক, দিনাজপুর) মোঃ আব্দুল হান্নান আজাদ স্বজন সদস্য অধ্যাপক ড: বিধান চন্দ্র হালদার, সমন্বয়কারী পলস্নী শ্রী শামীমা পপি ও অন্যান্য ব্যাক্তিবর্গ। সনাক, স্বজন. ইয়েসও ইয়েস ফ্রেন্ডস সদস্যসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি এবং স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইয়েস সদস্য আয়শা সিদ্দিকা ও সুদর্শন চন্দ্র রায়।