
দিনাজপুর প্রতিনিধি : ১৯ দলীয় জোট নেতা ও জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বৃহস্পতিবার সকালে দিনাজপুর শহরের সুইহারীস্থ বায়তুল মামুর জামে মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করে সদর উপজেলার ৩টি ইউনিয়নে দিনভর গনসংযোগ করেন। এ সময় তিনি চেহেলগাজী ইউনিয়ন পরিষদ মাঠে, রামডুবি, রানীগঞ্জ বাজারে পৃথক পথসভায় বক্তব্য রাখেন। এছাড়া তিনি এসব এলাকায় যাওয়ার পথে রাসত্মায় বিভিন্ন লোকজনের সাথে কুশল বিনিময় করেন ও তাদের সাথে কথা বলেন। গনসংযোগকালে শফিউল আলম প্রধান বলেন, কৃতদাস হাসিনা সরকারের পৃথিবী ছোট হয়ে আসছে। স্বাধীনতা ও গনতন্ত্র
রক্ষায় অগনিত শহীদের প্রতি ফোটা রক্তের জবাব জালিম শাহীকে দিতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনঅভূত্থানের প্রস্ত্ততি নিতে তিনি দিনাজপুরবাসীর প্রতি আহবান জানান।
পথসভা ও গনসংযোগের সময় তার সাথে ছিলেন জেলা জাগপা সভাপতি আলহাজ্ব রকিব উদ্দীন চৌধুরী মুন্না, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান খোকন, যুবজাগপা সভাপতি সৈয়দ ইমরুল কায়েস রুপম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী বুলেট, সাংগঠনিক সম্পাদক রইসুল ইসলাম রাসেল জেলা জাগপা নেতা রেজাউল ইসলাম রেজা, মহিলা জাগপা নেত্রী শাহিনুর বেগম, যুবনেতা খুরশিদ আলম খুশি, জাগপা নেতা হোসেন আলী, আব্দুল মোমেন, আব্দুল কাইয়ূম, আমিনুল ইসলাম, মোঃ মিনার আলী, দুলাল হোসেনসহ অন্যান্য নেতাকর্মী।