বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দিনাজপুরে জাগরণী সংঘ ও গ্রন্থাগারে আন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের উপশহরে জাগরণী সংঘ ও গ্রন্থাগারে আন্ত:কক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার বিকেলে উপশহরস্থ জাগরণী আদর্শ শিক্ষালয়ে জাগরণী সংঘ ও গ্রন্থাগার আয়োজিত উক্ত পুরস্কার বিতরণীতে আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক মো. গোলাম রসুল রকেট’র সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংঘের সভাপতি সামসুল আলম মন্টু, সাধারণ সম্পাদক আবুল হাসান চৌধুরী, ক্রীড়া সম্পাদক ও প্রতিযোগিতার সদস্য সচিব এ কে এম হারিসুল ইসলাম পারভেজ এবং জাগরণী আদর্শ শিক্ষালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মতিয়ার রহমান চৌধুরী। অনুষ্ঠানে সংঘের সাংগঠনিক সম্পাদক আহসানুজ্জামান চঞ্চল’র পরিচালনায় প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সম্মানিত অতিথিবৃন্দ। উলে­খ্য, প্রতিযোগিতায় মোট ৮টি ইভেন্টে ২৮টি পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও জাগরণী সংঘের জাতীয় পর্যায়ের পুরস্কারপ্রাপ্তদের মাঝেও সম্মানিত করা হয়।