
কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ ২০ সেপ্টেম্বর বুধবার জাতীয় আদিবাসী পরিষদ উত্তরাঞ্চল প্রতিনিধি সভা ঘাসিপাড়াস্থ পরিবার পরিকল্পনা সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পঞ্চগড়, ঠাকুরগাঁও,দিনাজপুর, রংপুর, নাটোর,নওগাঁ,রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ জেলা গুলো থেকে প্রায় ৭০জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক গণেশ মার্ডির সঞ্চালনায় উক্ত সমাবেশে বিভিন্ন জেলার প্রতিনিধিবৃন্দ তাদের এলাকার আদিবাসীদের সমস্যা ও সংকট তুলে ধরেন এবং সমতল আদিবাসীদের বিভিন্ন এলাকায় জমি দখল,স্থানীয় প্রভাবশালীদের নানান অত্যাচারের ঘটনা উঠে আসে। বিশেষভাবে বাগদা কৃষি ফার্ম আন্দোলনকে নস্যাৎ করে আদিবাসীদের দখলে থাকা সম্পত্তি নিয়ে নানান ষড়যন্ত্র করা হচ্ছে। তার বিরুদ্ধে আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। সমতল আদিবাসীদের ভূমি কমিশন গঠন সহ ৯ দফা দাবিতে জাতীয় আদিবাসী পরিষদের কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়। শনিরাম মুর্মুর সভাপতিত্বে আলোচকবৃন্দ বলেন, জাতীয় আদিবাসী পরিষদকে বিভক্তি করে সুবিধাভোগীরা কতিপয় দালাল নেতা জাতীয় আদিবাসী পরিষদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করে চলছে। তা প্রতিহত করে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়৷ সূচনা বক্তব্য রাখেন আদিবাসী নেতা বিমল মুর্মু বিভিন্ন উপজেলা থেকে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, গণেশ মুর্মু, গোপাল মুর্মু, রবিন, সাগর টুডু, রাসেল মুর্মু,গোবিন্দ মার্ডি,এডওয়াড হেম্ব্রম, শিবানী উড়াও, হিরেন মুর্মু,জাফরুল ইসলাম প্রধান, বার্ণাবাস টুড। আরও বক্তব্য রাখেন দেবাশীষ প্রামাণিক দেবু, নুর আহমেদ বকুল,মোসাদ্দেক হোসেন লাবু,আব্দুল হক,অধ্যক্ষ তাজুল ইসলাম,রফিকুল ইসলাম পিয়ারুল, হবিবর রহমান, অশোক সরকার, সফিকুল ইসলাম শিকদার।