সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে জাতীয় তামাকমুক্ত দিবস পালিত

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর প্রতিনিধি, জাতীয় তামাকমুক্ত দিবস-২০১৫ উপলক্ষে তামাক ও অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি রোগ প্রতিরোধের জন্য হেলথ প্রমোশন ফাউন্ডেশন গঠনের দাবীতে অবস্থান কর্মসুচী পালিত হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় দিনাজপুর শহরের রেলওয়ে ষ্টেশন সংলগ্ন সড়কে মমতা পল্লী উন্নয়ন সংস্থা, সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, কাম-টু-সেভ, প্রভাতী সমাজ উন্নয়ন সংস্থা, এনডিও, সুরভী, রূপসা, মহুয়া ও দলিত সমাজ উন্নয়ন সংস্থা দিনাজপুরের আয়োজনে এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট এর সহযোগিতায় এ অবস্থান কর্মসূচী পালিত হয়। বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ ছফর আলী, এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফফর হোসেন, মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের জেলা প্রতিনিধি মোঃ ইয়াকুব আলী, প্রভাতী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আলফাজ আলী প্রমুখ। এছাড়াও অবস্থান কর্মসূচীতে অংশগ্রহণকারী অন্যান্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।