শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে জাতীয় তামাক মুক্ত দিবস-২০১৪ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে দিনাজপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । এবারের প্রতিপাদ্য বিষয ছিল ‘‘পাবলিক প্লেস ও পরিবহনে লাগাব সাইন, মানব সবাই তামাক আইন’’। আমাদের সবাইকে তামাক সেবন থেকে বিরত থাকতে হবে। আর আমাদের ভবিষ্যত প্রজন্ম যেন তামাক ও মাদক সেবন থেকে বিরত থাকে সেদিকে দৃষ্টি রাখতে হবে।

গতকাল রোববার সকাল সাড়ে ৯ টায় দিনাজপুর সিভিল সার্জন অডিটোরিয়ামে অনুষ্ঠিত মমতা পল্লী উন্নয়ন সংস্থা, অনুঘটক, ব্রীসডো, বিকাশ, আরসিডিএ, প্রভাতি সমাজ উন্নয়ন সংস্থা, এবিএসডি, এনডিএ, দিনাজপুর ক্লাব ও বাংলাদেশ তামাক বিরোধী জোট আয়োজিত র‌্যালী ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভির সার্জন ডা. মাসতুরা বেগম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সিভিল সার্জন এর সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ পারভেজ সোহেল রানা। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর জববার, ব্রীসডো সংস্থার নির্বাহী পরিচালক ওবায়দুর রহমান, প্রভাতী সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আলফাজ আলী, অনুঘটক সংস্থার সদস্য ইয়াসমিন জামান, বিকাশ সংস্থার নির্বাহী পরিচালক নুরল হক, এমডিও সংস্থার সমন্বয়কারী মোঃ গুলজার রহমান, দিনাজপুর নার্সিং ইন্সটিটিউট এর শিক্ষার্থী মালতী আক্তার মুন্নী।

জাতীয় তামাক মুক্ত র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন জিও-এনজিও কর্মী এবং দিনাজপুর নার্সিং ইন্সটিটিউট এর শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ ইয়াকুব আলী। অনুষ্ঠানের শুরুতে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়।

Spread the love